প্রকাশিত: Wed, Aug 9, 2023 10:59 PM
আপডেট: Tue, Apr 29, 2025 10:47 PM

[১]আবরার হত্যার সংশ্লিষ্টতায় অভিযুক্ত বিটু ক্যাম্পাসে ফেরায় বুয়েটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মোস্তাফিজুর রহমান: [২] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েট থেকে বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় তার আজীবন বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বুয়েটের ভিসি অফিসের (প্রশাসনিক ভবন) সামনে অবস্থান নেন। সূত্র: বাংলা ট্রিবিউন

[৩] বুধবার সকাল ১০টা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন।

[৪] শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বুয়েট থেকে বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিস্ট্রেশন বাতিল এবং বুয়েট থেকে পুনরায় রিটের মাধ্যমে তার ছাত্রত্ব বাতিলের আদেশ পুর্নবহাল করতে হবে। এ ধরনের কোনো ব্যবস্থা না আসা পর্যন্ত তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করবেন। সূত্র: দ্য ডেইলি স্টার

[৫] পরিচয় গোপন রাখার শর্তে এক শিক্ষার্থী বলেন, আশিকুল ইসলাম বিটু আবরার ভাইয়ের খুনের অন্যতম আসামি। তিনি ক্লাসে ফিরে এসেছেন। আমরা কোনো অপরাধীর সঙ্গে ক্লাস করতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু সে অনুযায়ী কোনো ফল পাইনি। তাই আমরা সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছি।

[৬] এর আগে মঙ্গলবার বুয়েটের কয়েক’শ শিক্ষার্থীরা একযোগে সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ও মৌলবাদের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। সেসময় তারা বলেন, যেকোনো ছাত্ররাজনীতি ও মৌলবাদ চর্চা বুয়েট ক্যাম্পাসে কখনোই গ্রহণযোগ্য হবে না, তা সে যে দলেরই হোক না কেন। সূত্র: প্রথম আলো

[৭] ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আশিকুলসহ ২৬ জনকে আজীবন বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।

[৮] তবে আবরার হত্যা মামলায় আশিকুলকে আসামি করেনি পুলিশ। বহিষ্কারাদেশের বিরুদ্ধে আশিকুলের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ১০ ফেব্রুয়ারি বুয়েট কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ স্থগিত করেন। আশিকুল ওই স্থগিতাদেশ নিয়ে বুয়েট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ ২০২১ সালের ৪ এপ্রিল তাকে ক্লাসে ফেরার অনুমতি দেয়। সম্পাদনা: এল আর বাদল